
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে দুটি বিদেশী অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তাররা হলো- সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মুসলিমের ছেলে খোরশেদ, লালমোহন লালের ছেলে রিপন এবং মো. শহীদের ছেলে জয়। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে মেইড ইন ইংল্যান্ড খোদাইকৃত একটি বিদেশি রিভলভার, একটি ফ্লেয়ার গান, দুই রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড কার্তুজ। গতকাল বুধবার দুপুরে র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মো. নাঈম উল এ তথ্য নিশ্চিত করেন। এরআগে গভীর রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই অস্ত্র গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে চলমান গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।