
কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের নাফনদীর সুইচগেইট এলাকার থেকে ওমর সিদ্দিক (২৮) নামে এক মিয়ানমারের নাগরিককে ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ওমর সিদ্দিক মিয়ানমারের রাখাইন রাজ্যের মংড়ু টাউন শিফে খারাংখালী গ্রামের বাসিন্দা মোহাম্মদ ওসমানের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টা পর্যন্ত টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সুইচগেইট এলাকার কেওড়া বাগান থেকে ইয়াবা এ চালানটিসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো আশিকুর রহমান। এ উপলক্ষে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ানের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন- টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো আশিকুর রহমান। তার সঙ্গে উপস্থিত ছিলেন- র্যাাবের সহকারী পুলিশ সুপার আ ম ফারুক। টেকনাফ-২ বিজিবির ভারপ্রাপ্ত অপারেশন কমর্কতা লে. মো. সাদিক রাফি, ক্যাপ্টেন মুবাশ্শির নাকীব তরফদার। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান বলেন, উদ্ধার করা ইয়াবা ও আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত হিমেল রায় বলেন, মাদক ও অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।