
৯ বছর পর আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে হচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন। জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। জেলা বিএনপির এ সম্মেলনে গঠনতন্ত্রের ‘এক নেতা এক পদ’ নীতির বাস্তবায়ন চান সম্মেলনে জেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী রুহুল হোসাইন। গতকাল বহস্পতিবার জেলা শহরের সমবায় কমিউনিটি সেন্টার হলরুমে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই দাবি ব্যাক্ত করেন। সভাপতি পদপ্রার্থী রুহুল হোসাইন বলেন, ‘বিএনপির গঠনতন্ত্রের ১৫ ধারায় উল্লেখিত বিশেষ বিধান মতে ‘এক নেতা এক পদ’ নীতি বাস্তবায়ন না হওয়ায় নতুন নেতৃত্বের বিকাশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।