ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পূর্বধলায় নতুন ইউএনওর মতবিনিময়

পূর্বধলায় নতুন ইউএনওর মতবিনিময়

প্রশাসন হবে জনগণের, উন্নয়ন হবে সবার- এই মূলমন্ত্রকে সামনে রেখে দায়িত্ব গ্রহণের পর মতবিনিময় সভায় বসলেন নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান খান। গত বৃহস্পতিাবর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নান, রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজের বারপ্রাপ্ত অধ্যক্ষ আবু রায়হান রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে সাবেক আমির মো. নজরুল ইসলাম, উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আমিনুল হক লিমন, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

সভায় বক্তারা উপজেলার সমস্যা ও সম্ভাবনার নানা দিক তুলে ধরেন। কেউ বলেন যোগাযোগের সমস্যা, কেউ বলেন শিক্ষার মান উন্নয়ন, আবার কেউ বলেন সুশাসনের ধারাবাহিকতা রক্ষা সবার চাওয়া একটাই, একটি স্বচ্ছ ও কার্যকর প্রশাসন। ইউএনও আনিছুর রহমান খান প্রত্যাশা পূরণের আশ্বাস দিয়ে বলেন, ‘আমার দরজা সবসময় খোলা থাকবে। পূর্বধলার উন্নয়ন ও জনগণের সেবায় আমি সর্বাত্মক চেষ্টা করব। তবে এ পথচলায় গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা প্রয়োজন। আলোচনা শেষে অংশগ্রহণকারীরা ইউএনওকে অভিনন্দন জানিয়ে পূর্বধলার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত