
গত বৃহস্পতিবার কুড়িগ্রামে আফাদ কনফারেন্স হল রুমে নারী অ্যাসোসিয়েট ফর রিভাইভাল অ্যান্ড ইনিশিয়েটিভণ্ডনারী-এর বাস্তবায়নে, ইউএনওমেন এবং মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরী সহযোগিতায় জলবায়ু সহিঞ্চু সমাজের জন্য নারী (ক্ষমতায়ন: ফেইস) প্রকল্পের আওতায় আজকের এই কৃষকদের সংলাপ অনুষ্ঠানে চিলমারী উপজেলা এবং কুড়িগ্রাম সদর হতে ২০টি স্বেচ্ছাসেবী সংগঠনের কিষাণীদের উপস্থিতিতে কৃষক সংলাপ জলবায়ু পরিবর্তন প্রত্যাশা ও প্রাপ্তি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো, জলবায়ু পরিবর্তনের কারণে নারী কৃষকদের বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং সেগুলো বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে সে সমস্যাগুলো মনযোগ সহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন।
কৃষক সমাবেশে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. আসাদুজ্জামান, কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা আব্দুল মতিন, কুড়িগ্রাম জেলা মৎস্য জরিপ কর্মকর্তা শারমিন সুলতানা, কুড়িগ্রাম আফাদ এর নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, উলিপুর নারী অ্যাসোসিয়েট ফর রিভাইভাল অ্যান্ড ইনিশিয়েটিভণ্ডনারীর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীনসহ কৃষক ও কৃষাণীরা।