
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, তৃণমূল পর্যায়ে সাংগঠিক কাঠামো মজবুদ করা, আসন্ন দুর্গাপূজাকে নির্ভিঘেœ করার লক্ষে প্রতিনিধি সমাবেশ করেছে ঝালকাঠি সদর উপজেলা বিএনপি। গতকাল শনিবার সকালে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি হলরুমে ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর এসএম এজাজ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সমাবেশ-২০২৫ এ প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৌয়দ হোসোন, প্রধান বক্তা ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঝালকাঠী পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান তাপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রিয়াছুল আমিন জামাল শিকদার, সাবেক সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার মাহামুদ হাসান, মো. আজিজুর রহমান বশির, ফারজানা ইয়াসমিন প্রমুখ।