
মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে কুমিল্লার মুরাদনগর উপজেলায় আয়োজন করা হয়েছিল একটি ব্যতিক্রমী ‘স্মার্ট হেলথ ক্যাম্প’।
সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ পরিবারের উদ্যোগে এবং কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সহযোগিতায় এই ক্যাম্পে এক হাজারেরও বেশি দুস্থ, অসহায় এবং অসুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হয়। মুরাদনগরের কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই স্বাস্থ্য ক্যাম্প। এতে সার্বিক সহায়তায় এগিয়ে আসে জেসিআই ফিউচার মুরাদনগর, জেসিআই ঢাকা প্রেস্টিজ, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, আল-মানার হাসপাতাল লিমিটেড এবং ফ্যাশন আই হাসপাতাল ও ইনস্টিটিউট।