
ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে ক্লাস্টারভিত্তিক অর্থায়ন সম্প্রসারণ ও উদ্যোক্তাদের আর্থিক সেবা সহজলভ্য করতে ঝিনাইদহে কর্মশালার আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার শহরের ফুড সাফারি মিলনায়তনে জেলার সব ব্যাংকের উদ্যোগে অনুষ্ঠিত হয় এ কর্মশালা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের পরিচালক জিএম কামালুজ্জামান কামাল। সভাপতিত্ব করেন, ব্যাংক এশিয়ার পশ্চিমাঞ্চল ২ এর আঞ্চলিক প্রধান এসএম এমদাদুল হক।
বিশেষ অতিথি ছিলেন- সোনালী ব্যাংক পিএলসি ঝিনাইদহ প্রিন্সিপাল অফিসের ডিজিএম মোহাম্মদ মিজানুর রহমান, জনতা ব্যাংক ঝিনাইদহ এরিয়া অফিসের ডিজিএম শহিদুল ইসলাম, অগ্রণী ব্যাংক ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম এসএম ইস্রাফিল হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংক ঝিনাইদহ মুখ্য আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম জিয়াউর রহমান। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন, ব্যাংক এশিয়া ঝিনাইদহ শাখার শাখা ব্যবস্থাপক এসএম ফিরোজ হায়দার। লিড ব্যাংক হিসেবে ব্যাংক এশিয়ার আয়োজনে এ কর্মশালায় ১৩০ জন উদ্যোক্তা ও ব্যাংকার অংশ নেয়।