ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রায়পুরে শিবিরের উদ্যোগে নবীন বরণ

রায়পুরে শিবিরের উদ্যোগে নবীন বরণ

লক্ষ্মীপুরের রায়পুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি কলেজ শাখার উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রায়পুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রায় তিন শতাধিক নবীন ও প্রবীণ ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন, রায়পুর সরকারি কলেজ শিবিরের পরিচালক সবুজ আলম এবং সঞ্চালনা করেন, ফারহান খান নাঈম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ সিগবা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়েতের জেলা নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন, জেলা শিবির সভাপতি আব্দুর রহমান। এ ছাড়া স্থানীয় শিবিরের নেতা- সাইফ রাকিব, আরমান হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদের হাতে শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক সামগ্রী তুলে দেওয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত