ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ধর্ষণচেষ্টা মামলার আসামি বিএনপি নেতা বহিষ্কার

ধর্ষণচেষ্টা মামলার আসামি বিএনপি নেতা বহিষ্কার

এনজিও কর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় কারাগারে থাকা লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রিপনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গত শনিবার রাতে জেলা বিএনপির পক্ষ থেকে লিখিতভাবে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেককে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গোলাম কিবরিয়া রিপনকে বহিষ্কার করা হয়েছে।

বর্তমানে বহিষ্কৃত নেতা গোলাম কিবরিয়া রিপন লালমনিরহাট জেলা কারাগারে রয়েছেন। গত বুধবার এনজিও কর্মীকে ধর্ষণচেষ্টা মামলায় জামিন নিতে জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গোলাম কিবরিয়া রিপন ভেলাবাড়ী ইউনিয়নের পশ্চিম ভেলাবাড়ী এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি স্থানীয় ভেলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ভাতগাঁও এলাকার বাসিন্দা। তিনি ব্র্যাকের ভেলাবাড়ী শাখায় ক্রেডিট অফিসার (প্রগতি) হিসেবে কর্মরত ছিলেন। কর্মস্থলে অবস্থানকালে স্থানীয় এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সম্পর্কের টানাপোড়েন দেখা দিলে ওই নারী স্থানীয় বিএনপি নেতা গোলাম কিবরিয়া রিপনের কাছে সমাধানের আশায় বিষয়টি জানান। রিপন তাকে আশ্বাস দিয়ে সহযোগী চান মিয়ার বাড়িতে অবস্থান করার পরামর্শ দেন।

অভিযোগ অনুযায়ী, গত ৩ আগস্ট রাতে রিপন ও চান মিয়া ওই নারীকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। পরে ভুক্তভোগী আদিতমারী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শেষে রিপন ও চান মিয়ার বিরুদ্ধে মামলা রেকর্ড করে। আদিতমারী থানার ওসি আলী আকবর বলেন, অভিযুক্ত দুজনের বিরুদ্ধেই মামলা রেকর্ড করা হয়েছে। দ্রুত এ মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত