
শিল্পাঞ্চলের উন্নয়ন কাজে বিঘ্ন ঘটালে ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। গতকাল সোমবার সকালে শিল্পাঞ্চলের সংযোগ সড়ক ও সেতু নির্মাণের স্থান পরিদর্শনকালে গণমাধ্যম কর্মীদের কাছে তিনি এই মন্তব্য করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মনির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞাঁ, সহকারী প্রকৌশলী নাজমুল হুদা ও রবিউল ইসলাম, সমাজসেবক ও ঠিকাদার সাহিনুর হোসাইন, যুবদল নেতা এনামুল হক উপস্থিত ছিলেন। এ সময় অধিগ্রহণকৃত ভূমি ও সরকারি খাস ভূমি চিহ্নিত করে সরকারি কর্মকর্তাদের হাতে কলমে দেখিয়ে দেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোবারক হোসেন ও সদর ইউনিয়ন ভূমি ভফিসের তহসিলদার তাজুল ইসলাম। এ সময় সংযোগ সড়ক নির্মাণ কাজে দায়িত্বপ্রাপ্ত লোকজন জানান, একটি ভূমিদস্যু মহল পরিকল্পিতভাবে সরকারি খাস ভূমি জবর-দখল করে মৎস্য প্রকল্প করছে এবং উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করছে। পরে ইউএনও ভূমি দস্যুদের এমন কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন। এ সময় উপস্থিত উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ ভূঞাঁসহ নেতারা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করবেন বলে জানান। উল্লেখ্য বেজার অর্থায়নে শিল্পাঞ্চলের সোনাগাজী অংশে ফেনী নদীর উপর সেতু ও সেতুর সংযোগ সড়ক নির্মাণের প্রাথমিক কাজ এরইমধ্যে শুরু হয়েছে।