ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ | বেটা ভার্সন

‘ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’

‘ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’

শিল্পাঞ্চলের উন্নয়ন কাজে বিঘ্ন ঘটালে ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। গতকাল সোমবার সকালে শিল্পাঞ্চলের সংযোগ সড়ক ও সেতু নির্মাণের স্থান পরিদর্শনকালে গণমাধ্যম কর্মীদের কাছে তিনি এই মন্তব্য করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মনির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞাঁ, সহকারী প্রকৌশলী নাজমুল হুদা ও রবিউল ইসলাম, সমাজসেবক ও ঠিকাদার সাহিনুর হোসাইন, যুবদল নেতা এনামুল হক উপস্থিত ছিলেন। এ সময় অধিগ্রহণকৃত ভূমি ও সরকারি খাস ভূমি চিহ্নিত করে সরকারি কর্মকর্তাদের হাতে কলমে দেখিয়ে দেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোবারক হোসেন ও সদর ইউনিয়ন ভূমি ভফিসের তহসিলদার তাজুল ইসলাম। এ সময় সংযোগ সড়ক নির্মাণ কাজে দায়িত্বপ্রাপ্ত লোকজন জানান, একটি ভূমিদস্যু মহল পরিকল্পিতভাবে সরকারি খাস ভূমি জবর-দখল করে মৎস্য প্রকল্প করছে এবং উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করছে। পরে ইউএনও ভূমি দস্যুদের এমন কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন। এ সময় উপস্থিত উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ ভূঞাঁসহ নেতারা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করবেন বলে জানান। উল্লেখ্য বেজার অর্থায়নে শিল্পাঞ্চলের সোনাগাজী অংশে ফেনী নদীর উপর সেতু ও সেতুর সংযোগ সড়ক নির্মাণের প্রাথমিক কাজ এরইমধ্যে শুরু হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত