
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামীতে ক্ষমতায় এলে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা হবে এমন মন্তব্য করেছেন কক্সবাজার-৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। তিনি বলেন, তারেক রহমান সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিলে মিয়ানমারের সঙ্গে স্থল সীমান্ত দিয়ে নতুন বাণিজ্যিক বন্দর ও করিডোর চালু করা হবে, যা দেশের অর্থনীতিতে নতুন গতি আনবে। গত শুক্রবার টেকনাফ সরকারি এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শাহজাহান চৌধুরী আরও বলেন, কক্সবাজারের বিশেষ করে উখিয়া-টেকনাফের মূল সমস্যা রোহিঙ্গা সংকট, অপহরণ, মাদক ও মানবপাচার। এসব কারণে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। আগামী নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিলে আমরা সংসদে গিয়ে এই সমস্যাগুলোর সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব। তিনি জানান, সেন্টমার্টিন, বঙ্গোপসাগর ও পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে টেকনাফকে একটি আধুনিক, পর্যটকবান্ধব অর্থনৈতিক শহর হিসেবে গড়ে তুলতে বিএনপি পরিকল্পনা করছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী।