
সবার সহযোগিতায় আগামী নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের। প্রায় ১৭ বছর পর জাতি স্বপ্ন দেখছে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার। সেই লক্ষ্য নিয়ে পুলিশ কাজ করছে। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। গতকাল সোমবার দুপুরে নিজ কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেছেন- হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন। পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক, শোয়েব চৌধুরী, একুশে টিভির জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, বাসস’র জেলা প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন, বাংলাদেশ বেতার জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল আলীমসহ অনেকেই। সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম মুন্সী, ডিআইওয়ান মাহবুবুর রাহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।