
রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনকে প্রতিযোগিতামূলক নিতে হবে বলে মন্তব্য করেছেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। তিনি বলেন অযোগ্য প্রার্থীকে ভোট না দেওয়াই ভালো, প্রার্থীদের সম্পর্কে জেনে শুনে বুঝে ভোট উচিৎ। একটা নির্বাচন তখনই সুষ্ঠুসুন্দর হতে পারে যখন যে যার দায়িত্ব সঠিকভাবে পালন করে। গুজবে কান দেওয়া যাবে না। ইতিহাসের সেরা নির্বাচন হচ্ছে কিনা তাও খেয়াল রাখা হচ্ছে বলেও মন্তব্য করেন। গতকাল সোমবার সকাল ১১টায় মুন্সীগঞ্জের কাঠাখালি এলাকায় আনন্দ কমিউনিটি সেন্টারে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অংশ হিসেবে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ’ নাগরিক ভাবনা বিষয়ক গোল টেবিল বৈঠকে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বৈঠকে সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক উত্তরণ, সুষ্ঠু নির্বাচনের মানদ- অনুসরণ ও অংশীজনদের যথাযথ ভূমিকা পালন, ক্ষমতা ভারসাম্য প্রতিষ্ঠা, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন, জনগণের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও সংস্কৃতির বিস্তার নিয়ে বিশ্লেষণধর্মী ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তরা বলেন, দেশ ও জাতির কল্যাণে গণতান্ত্রিক চর্চা ও সুষ্ঠু নির্বাচনের বিষয়টি নিশ্চিত করার জন্য কাজ করে। নতুন ভোটারদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করাই আমাদের লক্ষ্য। সারাদেশে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উওরণ বিষয়ে নাগরিক ভাবনাগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন নিশ্চিত করতে সুজনের সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান।
গোলটেবিল বৈঠকে মুন্সীগঞ্জ সুজনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জানে আলম প্রিন্সের সঞ্চালনায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) মুন্সীগঞ্জের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. জাহাঙ্গীর আলমের সভাপত্বিতে এসময় বক্তব্য রাখেন সুজনের কেন্দ্রীয় সহকারী সমম্বয়কারী জিল্লুর রহমান, সুজনের সিনিয়র সহসভাপতি এম জামাল হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ রানা, মুন্সীগঞ্জ জেলা ওলামা দলের সভাপতি শাহজাহান সিকদার, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মানিক, সংগঠক রাজ মল্লিক, মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুর রহমান রলিন, চাঁদের হাটের সভাপতি এমদাদুল হক পলাশ, ব্যবসায়ী তারা মিয়া প্রমুখ।