ঢাকা রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাকচাপায় নারী নিহত

ট্রাকচাপায় নারী নিহত

রাঙামাটি ট্রাকচাপায় এক পাহাড়ি নারী ঘটনাস্থলে নিহত হয়েছে। গতকাল শনিবার সকালে বিজ্ঞান ও প্রয়ুক্তি সড়কে ক্যাপ্পো পাড়া মোড়ে এই ঘটনা ঘটে। নিহতের নাম কেমি চাকমা (৩৮) ক্যপ্পো পাড়ার চন্দন মারমার স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, জনস্থাস্থ্য বিভাগের পানি সরবরাহের নির্মাণ কাজে নিয়োজিত ট্রাক বেপোরোয়া গতিতে এসে পথচারী নারীকে চাপা দিয়ে উল্টে যায। এতে ঘটনাস্থলে তিন সন্তানের জননী কেমি চাকমা (৩৮) নিহত হন।

রাঙামাটি জেনারেল হাসপাতালে আরএমও ডা. শওকত আকবর বলেন, কেমি চাকমা ঘটনাস্থলেই নিহত হন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত