
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার সকাল ৫টা থেকে ৯টা পর্যন্ত জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় পৃথক চারটি অভিযান পরিচালনা করে এসব গরু জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, ৫৩ বিজিবির অধীন মনাকষা বিওপি এলাকার মনোহরপুর গ্রাম হতে ৬টি এবং ফকিরপাড়া গ্রাম হতে ৪টি গরু জব্দ করা হয়।