
ব্রাহ্মণবাড়িয়ায় ‘পর্যটন উন্নয়নে সংবাদ কর্মীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত এই কর্মশালাটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন। এ সময় তিনি বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন শিল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। কর্মশালায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু সেলিম মাহমুদ উল হাসান ও উপ-পরিচালক মো. মাজহারুল ইসলাম।
দেশের ট্যুরিজম খাত নিয়ে বক্তব্য প্রদানকালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, পর্যটন খাত একটা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে বিশ্ব অর্থনীতির ১০ শতাংশ এসে থাকে শুধু পর্যটন খাত থেকেই। মূলত দারিদ্রতা বিমোচনে পর্যটন শিল্প নানাভাবে নিম্নআয়ের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও অর্থনৈতিক অবস্থা সমৃদ্ধ করতে ভূমিকা রাখে। তাই দেশের সম্ভাবনাময় পর্যটন খাতকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। জেলা পর্যায়েও বহু ঐতিহাসিক নিদর্শন রয়েছে যেগুলো পর্যটকদের আকর্ষিত করতে পারে। তাই ব্রাহ্মণবাড়িয়ার যে ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক নিদর্শনগুলো রয়েছে সেগুলো পর্যটন শিল্প হিসেবে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা পালন করতে হবে। কর্মশালায় ৬৫ জন সংবাদ কর্মীদের অংশগ্রহণ করে।