ঢাকা সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পটুয়াখালীর মির্জাগঞ্জে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে গত শনিবার বিকালে উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে।

উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন নান্নু মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত