
নির্বাচন কমিশনে (ইসি) আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন- গরিবের ডাক্তার খ্যাত সাতক্ষীরার গণমানুষের নেতা ও সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলম।
গতকাল রোববার ঢাকার আগারগাঁও নির্বাচন কমিশনের অফিসে ৭১-১৪০নং আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে মনোনয়নপত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে মৃত ব্যক্তির স্বাক্ষর থাকায় সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা বেগম তার মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করলে তার প্রার্থিতা বহাল রাখে।
ডা. শহিদুল আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফিরে পাওয়ায় এলাকায় তার নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে।