
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে গাজীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব এবং জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অবিচল ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি তার আদর্শ অনুসরণ করে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। গতকাল শনিবার গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন- সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি ও গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তেলাওয়াত করেন তাজুল ইসলাম শেখ। আলোচনা সভায় বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর ছাত্রদলের সভাপতি রুহানুজ্জামান শুক্কুর, গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সদস্য ফারদিন ফেরদৌস, আজকের পত্রিকার আসাদুজ্জামান সাদ, জনকণ্ঠের মাজহারুল ইসলাম কাঞ্চন, জিয়াউদ্দিন আহমদ, খোরশেদ আলম, ডিনার রসুল, মানিক সরকারসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংবাদিক নেতারা। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন, বাংলাদেশের ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও আপসহীন গণতান্ত্রিক নেত্রী। জেল-জুলুম, নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নের মুখেও তিনি কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম কাসেমীর পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।