ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

দুই মাদককারবারি আটক

দুই মাদককারবারি আটক

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে যৌথবাহিনীর হাতে ৬১ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক হয়েছে।

গত বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, দীর্ঘদিন ধরে তাড়াইল উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।

যৌথবাহিনীর একটি টিম তাড়াইল থানার সহযোগিতায় গভীর রাতে অভিযান চালায়। অভিযানের সময় তাদের কাছ থেকে ৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পংপাচিহা গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে আসাদ মিয়া এবং সহিলাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে আল-আমিন।

এ বিষয়ে তাড়াইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, যৌথবাহিনীর অভিযানে ৬১ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত