ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সাংবাদিকদের নিয়ে কর্মশালা

সাংবাদিকদের নিয়ে কর্মশালা

সিরাজগঞ্জে শিশুদের নিয়ে দুই দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের অংশীদারিত্বে এ আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

গত বুধবার জেলা সমাজসেবা কমপ্লেক্সের হলরুমে এ কর্মশালার সমাপনী অনুষ্ঠান হয়। এ সময় প্রশিক্ষণের স্বীকৃতি হিসেবে শিশু সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র এবং কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন কিশোর-কিশোরী অংশ নেয়। এ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন হ্যালোর সহ-সম্পাদক সাদিক ইভান। হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক ইসরাইল হোসেন বাবুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহাদত হুসেইন।

তিনি বলেন, পৃথিবীটা হলো একটি খোলা জানালা। প্রতিটি শিশুকে লেখাপড়ার পাশাপাশি জ্ঞান অর্জণের জন্য এ খোলা জানালার সঙ্গে যুক্ত হতে হবে। হ্যালো সেই জানালার পথ উন্মুক্ত করে দিয়েছে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত