ঢাকা সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

নকলায় মা সমাবেশ

নকলায় মা সমাবেশ

শেরপুরের নকলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ অভিভাবকদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে অবহিতকরণ মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে লিফলেট বিতরণ করা হয়।

গতকাল রোববার নকলা পৌরসভার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সালামের সভাপতিত্ব অনুষ্ঠিত অবহিতকরণ মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিদ্যালয় পরিচালনা পরিষদের জমিদাতা পরিবারের সদস্য ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দেবজিৎ পোদ্দার ঝুমুর। সহকারী শিক্ষক সুবর্ণা আকন্দর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মো. আবুল হোসেন ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্য মাওলানা মাহমুদুল হাসান।

বক্তারা জানান, শিশুদের মেধাবিকাশে ও সুশিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে মা-বাবার ভূমিকা অপরিসীম। তবে মা হলেন সন্তানের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান করার ক্ষেত্রে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের উপর আলোকপাত করেন তারা।

বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন ভোটার হিসেবে অভিভাবকের কি করণীয় এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করলে দেশবাসী কী কী পাবেন, আর ‘না’ ভোট দিলে কী কী সুযোগ হারাবেন সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।

এ সময় সহকারী শিক্ষক মাখসুদা বেগম- মো. খুররম করিম, আজিরন নাহার ও আসমাউল হুসনাসহ বিদ্যালয় পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যরা, এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত