ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

মিরসরাইয়ে সিলিন্ডারবাহী গাড়ি উল্টে ভিক্ষুক নিহত

মিরসরাইয়ে সিলিন্ডারবাহী গাড়ি উল্টে ভিক্ষুক নিহত

মিরসরাইয়ে এলপিজি সিলিন্ডারবাহী গাড়ি উল্টে ঘটনাস্থলে এক

পথচারী ভিক্ষুকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে চালক ও হেলপার গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান (৪২) উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার বাসিন্দা। তিনি কিছুটা দৃষ্টিপ্রতিবন্ধী এবং পেশায় একজন ভিক্ষুক।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার উপজেলার নিজামপুর এলাকার সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামমুখী লেনে একটি এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে মুহূর্তে উল্টে যায়। এ সময় পথচারী আব্দুর রহমানকে সড়ক বিভাজকের সঙ্গে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন তিনি।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, গতকাল সোমবার সকালে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ টিম গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে নিহতের লাশ উদ্ধার করেছে। এ সময় সড়কের চট্টগ্রামমুখী লেনে কিছুটা যানজট দেখা দেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত