ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

টেকনাফে নাফ নদীর চরে অতিথি পাখিদের ছোটাছুটি

টেকনাফে নাফ নদীর চরে অতিথি পাখিদের ছোটাছুটি

দিন দিন বেড়েই চলছে শীতের তীব্রতা। আর তার সঙ্গে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের মিয়ানমারঘেঁষা নাফ নদীর চরের আশপাশে আসতে শুরু করেছে অতিথি পাখির দল। নানা জাতের অতিথি পাখির কলকাকলিতে এরইমধ্যে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন উপকূল ও শাহপরীর দ্বীপ। এসব অতিথি পাখি দেখতে দাঁড়িয়ে ভিড় করছে দেশি-বিদেশি পর্যটক ও স্থানীয় লোকজন। পাখি কখনও নীল-সাদা, কালো, আকাশে পাখা মেলে উড়ে মানুষকে আনন্দ দিচ্ছে, আবার কখনও শাহপরীর দ্বীপ জেটির ঘাটের উত্তর-দক্ষিণ পাশে থাকা কেওড়া বাগান কিংবা নাফ নদীর চরে জলকেলি করছে। পাখিগুলো দুই পাখ উড়াল দিয়ে ছোটাছুটি করছে। অতিথি পাখির এমন খুনসুটি আর ছোটাছুটি সবার মনকে করে তুলছে প্রফুল্ল।

দেশি-বিদেশি পর্যটক ও স্থানীয়দের আনন্দ বাঁড়িয়ে দিচ্ছে এই সব অতিথি পাখিগুলো। বিশেষ করে টেকনাফের শাহপরীর দ্বীপ ঘোলার চর করিডোর জেটি ঘাটের উত্তর-দক্ষিণ পাশে থাকা কেওড়া বাগান ও নাফ নদীর ঘিরে নানা জাতের অতিথি পাখির উপস্থিতি বেশ লক্ষ্য করা যাচ্ছে। এসব এলাকায় উপকূলজুড়ে বিভিন্ন প্রান্তে দলে দলে বাসা বাঁধছে নানা দেশের অতিথি পাখি। গতকাল সোমবার বিকালে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিতে ঘুরতে আসা চট্টগ্রামের মিরসরাই এলাকার মো. কবির, আবদুর রহমান, নুরুল ইসলামসহ একাধিক পর্যটক জানান, বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির বেশির ভাগই এখন বাসা বেঁধেছে জেটি ঘাট এলাকার উপকূলীয় প্যারাবন এবং নাফ নদীর চরে গাছগাছালিতে। শীতের অনুভূতিতে এই ট্রানজিট ঘাটকে ছিন ছিন শব্দে বিভোর করে তুলেছে অতিথি পাখির দল। এমন দৃশ্য দেখে আমাদের শত শত দেশি-বিদেশি পর্যটকরা আনন্দিত।

টেকনাফ উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, এই নাফ নদীর বুকেই টেকনাফের শেষ সীমান্তে শাহপরীর দ্বীপে ৫৫০ মিটার লম্বা জেটি নির্মিত হয়েছিল ২০০৪ সালে। ২ কোটি ১০ লাখ টাকায় এটি নির্মাণের পর থেকে দেশি-বিদেশি পর্যটক আসেন। এ জেটিতে বিশ্রামাগার, শৌচাগার ও ৫টি সিঁড়ি রয়েছে। এছাড়াও জেটি ব্যবহারকারীদের সুবিধার্থে জেটিটির গাড়ি পার্কিং স্পট রাখা হয়েছে। এ বিষয়ে টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের প্রশাসক উম্মূল ফারা বেগম তাজকিরা বলেন, রোহিঙ্গা সমস্যার কারণে গত ৫ বছর ধরে শাহপরীর দ্বীপের করিডোর জেটি দিয়ে গরু মহিষ আসা বন্ধ রয়েছে। তবে কখন থেকে মিয়ানমার থেকে গরু মহিষ আসবে এরকম কোনো নির্দেশনা এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত