ঢাকা বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

স্বপ্ন ভাঙার পর যে পথে নতুন সম্ভাবনা

মহিমা আক্তার সাবহা
স্বপ্ন ভাঙার পর যে পথে নতুন সম্ভাবনা

জীবনে স্বপ্ন ভাঙে কিন্তু সব ভাঙনই যে শেষ নয়, তা অনেক সময় আমরা বুঝতে পারি অনেক পরে। আমার জীবনেও তেমনই এক সময় এসেছিল, যখন মনে হয়েছিল সবকিছু থেমে গেছে। অথচ সেই থেমে যাওয়ার জায়গা থেকেই শুরু হয়েছে নতুন এক যাত্রা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের পথে।

এক সময় আমার স্বপ্ন ছিল হিসাববিজ্ঞান নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার।

সেই লক্ষ্যকে কেন্দ্র করেই ছিল প্রস্তুতি, পরিকল্পনা ও আত্মবিশ্বাস। কিন্তু ফার্স্ট কিংবা সেকেন্ড টাইম কোনো সুযোগই না পাওয়ায় স্বপ্নটা এক নিমিষেই ভেঙে যায়। সেই ব্যর্থতার মুহূর্তে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম আমি। নিজের স্বপ্নকে হাতছাড়া হতে দেখা যে কতটা কষ্টের, তা শুধু ভুক্তভোগীরাই বুঝতে পারে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় তাই খুব সীমিত পরিসরে সিদ্ধান্ত নিই। আমি বেছে নেই মাত্র দুটি অপশন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়টি। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় পছন্দের বিষয়টিতে ভর্তির সুযোগ পাই। আজ মনে হয়, সেই ‘দ্বিতীয় পছন্দ’ই ছিল আমার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সবচেয়ে সঠিক পথ। ট্যুরিজমের প্রতি আগ্রহটা হঠাৎ করে তৈরি হয়নি। চট্টগ্রামে যাতায়াতের পথে বড় বড় হোটেল, রিসোর্ট ও কর্পোরেট পরিবেশ দেখতাম আর ভাবতাম এই পেশাদার জগতে নিজেকে একদিন প্রতিষ্ঠিত করতে পারলে কেমন হতো? সেই ভাবনাগুলোই ধীরে ধীরে আমার স্বপ্নের রূপ নেয়।

আমি খাগড়াছড়ির মতো একটি পর্যটনসমৃদ্ধ এলাকায় বসবাস করি। পাহাড়, প্রকৃতি আর পর্যটকের আনাগোনা আমার কাছে সবসময়ই খুব কাছের। এখানেই আমি বুঝেছি পর্যটন শুধু ভ্রমণ নয়; এটি মানুষের সঙ্গে মানুষের সংযোগ, সংস্কৃতির বিনিময় এবং অর্থনীতির একটি শক্তিশালী মাধ্যম। এই বাস্তবতা আমাকে ট্যুরিজম সেক্টরের প্রতি আরও গভীরভাবে আকৃষ্ট করেছে।

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এমন একটি বিষয়, যেখানে ভ্রমণ, সেবা ও ব্যবস্থাপনার সমন্বয় ঘটে। এই বিষয়ে পড়াশোনা করলে হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, এয়ারলাইনস, ট্যুর অপারেটর, রেস্টুরেন্ট কিংবা ইভেন্ট ম্যানেজমেন্টের মতো বিভিন্ন খাতে কাজ করার সুযোগ তৈরি হয়। এখানে শুধু বইয়ের জ্ঞান নয়, শেখানো হয় কমিউনিকেশন স্কিল, লিডারশিপ, কাস্টমার সার্ভিস এবং বাস্তব জীবনের সমস্যা সমাধানের কৌশল।

বাংলাদেশের মতো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশে এই খাতের সম্ভাবনা দিন দিন বাড়ছে। পর্যটন শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং তরুণদের জন্য তৈরি করছে বহুমুখী কর্মসংস্থানের সুযোগ। সঠিক পরিকল্পনা ও দক্ষ জনশক্তি থাকলে এই খাত আরও শক্ত ভিতের ওপর দাঁড়াতে পারে।

সবচেয়ে বড় কথা, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট মানুষকে শেখায় কীভাবে আন্তরিকতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের মাধ্যমে একজন অতিথিকে সম্মান জানাতে হয়। যারা ভ্রমণ ভালোবাসে, মানুষের সঙ্গে কাজ করতে চায় এবং সংস্কৃতির বৈচিত্র্যকে উপভোগ করে তাদের জন্য এই বিষয়টি নিঃসন্দেহে সম্ভাবনাময় ও সম্মানজনক।

আজ যখন পেছনে তাকাই, তখন আর আফসোস হয় না।

কারণ আমি বুঝেছি সব স্বপ্ন প্রথম চেষ্টায় পূরণ হয় না, কিন্তু সঠিক পথে থাকলে প্রতিটি ব্যর্থতাই একদিন আশীর্বাদে পরিণত হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই পথটি খুঁজে নেওয়ার সুযোগ দিয়েছেন।

মহিমা আক্তার সাবহা

শিক্ষার্থী, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত