ঢাকা বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

জেমসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রথির!

জেমসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রথির!

নগরবাউলের কিংবদন্তি জেমসকে নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন তার প্রথম স্ত্রী, চিত্রনায়িকা কানিজ রাবেয়া রথি। দীর্ঘদিন নীরব থাকার পর এবার সন্তানদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। রথির অভিযোগ, জেমস তাদের সন্তানদের কোনো খোঁজ রাখেন না, এমনকি উৎসবের দিনগুলোতেও তাদের খবর নেন না।

১৯৯১ সালের ১৭ নভেম্বর জনপ্রিয় চিত্রনায়িকা কানিজ রাবেয়া রথিকে ভালোবেসে বিয়ে করেন নগরবাউল ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট ফারুক মাহফুজ আনাম জেমস। সেই সংসার ভাঙে ২০০৩ সালে। তবে বিচ্ছেদের আগেই তাদের ঘর আলো করে জন্ম নেয় দুই সন্তান। বর্তমানে দুই সন্তানকে নিয়ে রাজধানীর উত্তরায় বসবাস করছেন রথি।

তিনি বলেন, ‘সন্তানদের সঙ্গে প্রথমে হঠাৎ হঠাৎ মন চাইলে সে ফোন করতো। এরপর আর কোনো যোগাযোগ নেই। অনেক আগে হাই হ্যালো হতো, এখন তাও হয় না। ইদের মতো উৎসবে যেমন খবর নিত না, তেমনি ছেলেমেয়েদের জন্মদিনে শুভেচ্ছা পর্যন্ত জানাতো না।’ রথি অভিযোগ করেন, ‘আমি শুনেছি ও সব জায়গায় বলে বেড়ায় সন্তানদের সবকিছু চালায়।’ তবে বাস্তবতা ভিন্ন বলেই ইঙ্গিত দেন তিনি। বর্তমানে সন্তানদের নিয়েই ভালোভাবে দিন কাটাচ্ছেন বলে জানান রথি। তার ছেলে ফ্রিল্যান্স ভিডিও মেকিং-এর কাজ করছে এবং মেয়ে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়ছে। নব্বইয়ের দশকে ‘আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতা’-তে প্রথম রানার আপ হওয়ার পর জেমসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান রথি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত