ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

‘বাতাসে প্রেমের ঘ্রাণ’-এ অনবদ্য রেহান

‘বাতাসে প্রেমের ঘ্রাণ’-এ অনবদ্য রেহান

ফররুখ আহমেদ রেহান, এই প্রজন্মের একেবারেই তরুণ অভিনেতা। পড়াশুনার পাশাপাশি তিনি এখন অভিনয়েও নিয়মিত হয়ে উঠার চেষ্টা করছেন। আর অনেক আগে থেকে র‌্যাম্প মডেলিং-এর সাথেতো যুক্ত রয়েছেনই। মিজানুর রহমান আরিয়ানের ‘যুগল’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে অভিনয়ে তার অভিষেক হয়। এই নাটকে তার বিপরীতে ছিলেন নাজনীন নীহা। এরপরও আরো বেশকিছু নাটকে তিনি অভিনয় করেছেন। অভিনয়ে এখন আগের চেয়েও একটু ম্যাচিউরডই বলা চলে। যে কারণে নির্মাতাদেরও তাকে নিয়ে কাজ করার আগ্রহ বাড়ছে প্রতিনিয়ত। এরইমধ্যে ‘রঙ্গন এন্টারটেইনম্যান্ট’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে রাফাত মজুমদার রিংক পরিচালিত ‘বাতাসে প্রেমের ঘ্রাণ’। দয়াল সাহা রচিত এই নাটকে রেহান চরিত্রেই অভিনয় করেছেন রেহান। নাটকটিতে আরো অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মিলি বাশার, তানজিন তিশা প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত