ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

আজ রেহান-সাফার ‘শেষ থেকে শুরু’

আজ রেহান-সাফার ‘শেষ থেকে শুরু’

নবাগত অভিনেতা হিসেবে গত বছর মিজানুর রহমান আরিয়ানের ‘যুগল’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে বাংলাদেশের নাট্যাঙ্গনে প্রধান অভিনেতা হিসেবে অভিষেক হয় ফররুখ আহমেদ রেহানের। এরপর আরও বেশকিছু নাটকে তিনি অভিনয় করে প্রশংসিত হয়েছেন। সামিরা খান মাহি, নাজনীন নীহা, তানজিন তিশার বিপরীতে বিভিন্ন নাটকে অভিনয় করেছেন। এবার রেহান অভিনয় করেছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের বিপরীতে। নাটকের নাম ‘শেষ থেকে শুরু’। নাটকটি রচনা করেছেন রুবেল আনুশ। নির্মাণ করেছেন এহসান এলাহী বাপ্পী। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফররুখ আহমেদ রেহান বলেন, ‘এরমধ্য যুগল’সহ বেশ কিছু নাটক প্রচারের পর নাটকপ্রেমী দর্শকের কাছ থেকে আমি বেশ ভালো সাড়া পেয়েছি। তবে আমার নাটকের যারা নিয়মিত দর্শক তারা আমাকে আরও ভালো ভালো গল্পের নাটকে অভিনয়ে দেখতে চান। আমি আমার সেইসব ভক্ত দর্শকের কাছে বিশেষ অনুরোধ করবো শেষ থেকে শুরু নাটকটি দেখার জন্য। কারণ এই নাটকের গল্পটা অসাধারণ। আমার বিপরীতে এতে অভিনয় করেছেন সাফা কবির। একজন অভিনেত্রী হিসেবে এরমধ্যে তিনি পরীক্ষিত। তিনি তার চরিত্রে নিখুঁত অভিনয় করেছেন। আমাকে ভীষণ সহযোগিতা করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত