উপমহাদেশের প্রখ্যাত নায়িকা ববিতা দীর্ঘদিন ধরে নতুন কোনো সিনেমাতে অভিনয় করছেন না। কিন্তু তারপরও ববিতাকে ঘিরে প্রতিনিয়ত তার ভক্ত দর্শকের রয়েছে প্রবল আগ্রহ তিনি কখন কোথায় কী করছেন। কিছুদিন আগেই ববিতার একমাত্র ছেলে অনিক দেশে এসেছিলেন। মায়ের সঙ্গে দেশের মাটিতে সময় কাটিয়ে মাকে নিয়েই কানাডায় চলে যান অনিক। কানাডার টরেন্টোর কিচেনারিতেই থাকেন অনিক। সেখানে অনিক নিজেই বাড়ি কিনেছেন। সেই বাড়িতেই মা ও ছেলের সময় কাটে। চাকুরির সময়ের ব্যস্ততা ছাড়া অনিক বাকি সময়টুকু মায়ের সঙ্গেই কাটান। ববিতা জানান, কানাডায় পৌঁছে তিনি তার মতো করেই ব্যস্ত হয়ে উঠেছেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়ে যান, বাসায় ফিরে মা ও ছেলে একসঙ্গে নাস্তা করেন। নিয়মিত গার্ডেনিং নিয়েও ব্যস্ত থাকেন ববিতা। এছাড়াও ববিতা অনিকের জন্য মজার মজার খাবারও রান্না করেন। খুব যে অবসর সময় কাটান ববিতা, এমনটা নয়। ববিতা বলেন, ‘মাত্রতো কয়েকদিন হলো কানাডায় এসেছি। এখনও ঠিকঠাক মতো ঘুমটা হচ্ছে না। তবে ঠিক হয়ে যাবে শিগগিরই। এখানে এসে যে আমি একদম অবসর সময় কাটাই এমনটা নয়। এখানে এসেও আমি ব্যস্ত থাকি। কারণ আমার কাছে মনে হয় ব্যস্ততাই সুস্থতা। আর সুস্থতাই হচ্ছে আল্লাহর অশেষ নেয়ামত। অনিক ঢাকা গিয়েছিল বেড়াতে, এরপর মা ও ছেলে একসঙ্গে টরেন্টোতে চলে এলাম। এখানে অনিকের নিজের বাড়ি আছে, ছেলের বাড়িতে মা থাকে, তাতে তার মনে যে কী আনন্দ আর ভালো লাগা এটা আসলেই ভাষায় প্রকাশের নয়। অনিকের বাড়িতেও আমাকে ব্যস্ত সময়ই কাটাতে হয়। তার জন্য তারই পছন্দের মজার মজার খাবার রান্না করি, একসঙ্গে মা ও ছেলে মাঝে মাঝে বিভিন্ন দেশের মুভি দেখি, গল্প করি। বেশ সুন্দর সময় কাটে আমাদের। এবার অনিকের প্ল্যান আছে কোনো একটা দেশে যেন আমাকে নিয়ে ঘুরতে যাবে। এরপর আমি আমেরিকা যাবো আমার ভাইদের কাছে। সেখানে মেডিকেল চেকআপ শেষে আবারও কানাডায় ফিরে আসবো। এরপর সবকিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ আগামী নভেম্বরে দেশে ফিরব।’ নতুন কোনো সিনেমায় অভিনয় করবেন কি না এমন প্রশ্নের জবাবে ববিতা বলেন, ‘আমি কিন্তু আগেও বলেছি, এখনও বলছি- আমি অভিনয় থেকে অবসর নেইনি। নিশ্চয়ই গল্প এবং চরিত্র আমার ভালো লাগলে অবশ্যই অভিনয় করব। কিন্তু বহু বছর হয়ে গেলো মনের মতো গল্পতো আমার কাছে আসছে না।’ ববিতাকে সর্বশেষ নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সা ওয়ালা’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়।