
বলিউড তারকা রণবীর সিং অভিনীত স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’ বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। গত ৫ ডিসেম্বর মুক্তির পর থেকে মাত্র দুই সপ্তাহেই বিশ্বব্যাপী ৭০০ কোটি রুপির বেশি আয় করে নতুন ইতিহাস সৃষ্টি করেছে আদিত্য ধর পরিচালিত সিনেমাটি। ‘ধুরন্ধর’ মুক্তির মাত্র ১৪ দিনের মাথায় দক্ষিণী মেগাস্টার রজনীকান্তের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘২.০’ (৬৯১ কোটি রুপি)-এর রেকর্ড টপকে গেছে। এমনকি রজনীকান্তের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘জেলর’ সিনেমাকেও পেছনে ফেলেছে রণবীর। অভিনেতার ক্যারিয়ারে এটি অন্যতম সাফল সিনেমা হিসেবে দেখা হচ্ছে। ‘ধুরন্ধর’-এর প্রযোজনা প্রতিষ্ঠান ‘জিও স্টুডিওস’ জানিয়েছে, প্রথম দুই সপ্তাহে ভারতে ছবিটির টিকিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৪৭৯.৫০ কোটি রুপি।