ঢাকা শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

মৌসুমী মৌ-ই আবুল হায়াতের সখিনা

মৌসুমী মৌ-ই আবুল হায়াতের সখিনা

গেল বছরের শেষের দিক থেকে সখিনাকে খুঁজছিলেন জনপ্রিয় অভিনেতা আবুল হায়াত। অবশেষে পেয়েছেন। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌয়ের একটি পোস্ট থেকে জানা গেছে এ তথ্য।

একটু খুলে বলা যাক। খ্যাতনামা এ অভিনেতা নির্মাণেও সিদ্ধহস্ত। গেল ডিসেম্বরে জানিয়েছিলেন কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের ছোটগল্প ‘সখিনা’ অবলম্বনে একই নামে নাটক নির্মাণ করতে যাচ্ছেন। সখিনা চরিত্রের জন্য অভিনেত্রী খুঁজছিলেন তখন। আবুল হায়াতের সখিনা হয়েছেন মৌসুমী মৌ। বিষয়টি সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান মৌ। শুটিং মুহূর্তের কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করে নিজের ফেসবুকে তিনি লেখেন, ‘কিংবদন্তি আবুল হায়াত স্যারের নির্দেশনা ও চিত্রনাট্যে তৃতীয়বারের মতো অভিনয় করার সুযোগ হলো আমার। শ্রদ্ধেয় রাবেয়া খাতুনের ছোটগল্প ‘সখিনা’ অবলম্বনে নির্মিত রোজার ঈদের নাটক ‘সখিনা’-তে নাম ভূমিকায় অভিনয় করার সুযোগ হয়েছে আমার। সঙ্গে রয়েছেন শ্যামল মাওলা ভাইয়া, নরেশ ভুঁইয়া আঙ্কেল, শিরিন আন্টিসহ আরও অনেকে।’

এরপর লেখেন, ‘বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার বদরুল হাসান খান। অসাধারণ একজন মানুষ তিনি। আবুল হায়াত বাবা এবং শিরি মা আমার আরেকটি পরিবার। তাদের সঙ্গে কাজ করাটা কেবল কাজ নয় একটা আনন্দভ্রমণ হয়ে যায়। শিরি আন্টিকে আমি অনেক মানি। তার পরামর্শ সবসময় আমাকে সমৃদ্ধ করে। কৃতজ্ঞতা আবুল হায়াত বাবার প্রতি আমাকে বিশ্বাস করার জন্য এবং সুযোগ দেওয়ার জন্য।’ মৌসুমী মৌ বলেন, ‘গল্পটি একটি গ্রামীণ পটভূমির। এগিয়েছে সখিনাকে ঘিরে। যার জীবনে একটি দুর্ঘটনা ঘটে গেছে। সে কারণে তাকে বিয়ে দিতে গিয়ে প্রতিবন্ধকতার শিকার হয় তার বাবা।’

আরও বলেন, ‘সখিনার মাধ্যমে দুই বছর পর অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়ালাম। আমার জন্য কাজটি বিশেষ ছিল। কেননা গল্পটি শ্রদ্ধেয় রাবেয়া খাতুনের এবং পরিচালক শ্রদ্ধেয় আবুল হায়াত। চরিত্রটিতে কিছু চ্যালেঞ্জ ছিল। ভাষাগত ব্যাপারটা ছিল। তবে আবুল হায়াত স্যারের পরিচালনায় কাজ করতে অন্যতম সুবিধা হলো তিনি প্রতিটি দৃশ্য অভিনয় করে দেখান। তাই তেমন বেগ পেতে হয়নি।’ সখিনা চরিত্রে মৌসুমী মৌকে নির্বাচন প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘মৌসুমী মৌ মূলত উপস্থাপক। অভিনয় কম করলেও যখন করে নিজের সেরাটা দেয়। ওই জায়গা থেকে মনে হয়েছে চরিত্রটির জন্য সে উপযুক্ত। তার সঙ্গে আগেও কাজ করেছি। শিডিউলও মিলে গেছে। সব মিলিয়ে হয়ে গেছে।’ গত বুধবার ‘সখিনা’র দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে বলে জানালেন আবুল হায়াত। আগামী রোজার ঈদে দেখা যাবে নাটকটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত