ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

শ্রদ্ধা-ভালোবাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালন

শ্রদ্ধা-ভালোবাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালন

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় সারা দেশে ‘জুলাই শহিদ দিবস’ পালিত হয়েছে। গত বছর এই দিন (১৬ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে ‘জুলাই শহিদ দিবস’ ঘোষণা করা হয়। সে হিসেবে গতকাল বুধবার নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রথমবার দিবসটি পালন করা হয়। দিনের শুরুতে সকাল সাড়ে ৭টায় রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে শায়িত শহিদ আবু সাঈদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, আবু সাঈদের আত্মদানের বিষয়টি বিশ্ববিদ্যালয় কোনোদিন ভুলে যাবে না। তার স্মৃতি নিয়ে কাজ করছে তারা। একই সঙ্গে আবু সাঈদ হত্যার বিচার দ্রুত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা সক্রিয় ভূমিকা রাখার কথাও জানান তিনি। দোয়া মোনাজাতের সময় কান্নায় ভেঙে পড়েন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। তিনি দাবি করেন, ছেলে হত্যার বিচার এবং আবু সাঈদের সম্মানার্থে দিবসের স্বীকৃতি। শহিদ আবু সাঈদের প্রথম শাহাদতবার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালো ব্যাজ ধারণ করে একটি শোক র‍্যালি অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় উদ্বোধন করা হয় আবু সাঈদ তোরণ ও মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর এবং তার নিহত হওয়ার স্থানে ‘আবু সাঈদ চত্বর’ ঘোষণার মাধ্যমে একটি স্মৃতিস্তম্ভ স্থাপনের কাজ শুরু করা হয়। বেলা ১১টায় শুরু হয় আলোচনা সভা। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল এবং পানিসম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকাল সাড়ে ৩টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রংপুর ব্যুরো: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের আমলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে। আমরা এমন বিচার করতে চাই যা সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্য হবে।’ গতকাল বুধবার দুপুরে শহিদ আবু সাঈদের শাহাদতবার্ষিকী ও ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আসিফ নজরুল বলেন, ‘শেখ হাসিনা কথায় কথায় তার বাবার মৃত্যুর কথা বলতেন। এরপরও তার বাবার হত্যার বিচার করতে সাড়ে তিন বছর সময় লেগেছে। আমরা সেই শেখ হাসিনার আমলের বিচার করতে আসিনি। আমরা আশাবাদী, অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার আপনারা দেখে যাবেন।’

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকত আলী। এসময় বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের ও মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. তানজীমউদ্দীন খান উপস্থিত ছিলেন।

এছাড়া নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরের বিভিন্ন উপজেলায় পালিত হয় জুলাই শহিদ দিবস। দিবসের শুরুতেই বুধবার সকাল সাড়ে ৭টায় রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে শায়িত শহিদ আবু সাঈদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এছাড়া আবু সাঈদের কবর জেয়ারত করেছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ, জেলা জামায়াতের শূরা সদস্য অধ্যক্ষ নুরুল আমিনসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা শহিদ আবু সাঈদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কবর জিয়ারত ও মোনাজাত করেন।

ময়মনসিংহ ব্যুরো: জুলাই শহিদ দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনের ভিডিও প্রদর্শন, র‌্যালি, আলোচনা ও শহিদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি শোক র‌্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে জাতীয় দিবস উদযাপন কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকৃবির উপাচার্য প্রফেসর ড. একে ফজলুল হক ভূইয়া।

বরিশাল ব্যুরো: জুলাই শহিদ দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন।

রাজশাহী ব্যুরো: জুলাই শহিদ দিবস উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. খন্দকার আজিম আহমেদ। সভার শুরুতে জুলাই গণহত্যায় শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত