ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

অর্ধশত যাত্রী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ

অর্ধশত যাত্রী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ

রাশিয়ার পূর্বাঞ্চলে ৫০ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে থাকা সব যাত্রী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ইন্টারফ্যাক্স ও তাসসহ দেশটির বেশ কয়েকটি বার্তা সংস্থা কর্তৃপক্ষের বরাতে জানায়, উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে ও এতে থাকা ৫০ আরোহীর কেউই বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় জরুরি সেবা মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইনস পরিচালিত উড়োজাহাজটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের শহর টিন্ডায় যাচ্ছিল। টিন্ডা বিমানবন্দরের পরিচালক জানান, ‘উড়োজাহাজটি মাটিতে আছড়ে পড়ার সময় আগুন ধরে যায়। একটি এমআই-৮ হেলিকপ্টারের মাধ্যমে ঘটনাস্থল পরিদর্শন করে কোনো জীবিত ব্যক্তিকে শনাক্ত যায়নি।’ আমুর সিভিল ডিফেন্স অ্যান্ড ফায়ার সেফটি সেন্টার জানায়, উড়োজাহাজটির ধ্বংসাবশেষ টিন্ডা থেকে ১৬ কিলোমিটার দূরে একটি পাহাড়ের কাছে পাওয়া গেছে। আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি ওরলোভ জানান, উড়োজাহাজটিতে পাঁচ শিশু সহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়াভিত্তিক এয়ারলাইন আঙ্গারা পরিচালিত ‘অ্যান-২৪’ মডেলের উড়োজাহাজটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলে যাচ্ছিল। তবে যাত্রাপথেই রাডারের বাইরে চলে যায় উড়োজাহাজটি। বাজে আবহাওয়ার কারণে এমন হয়ে থাকতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ। এরপর একটি উদ্ধারকারী হেলিকপ্টার উড়োজাহাজের ধ্বংসাবশেষ দেখতে পায়। এটি সোভিয়েত আমলে বানানো উড়োজাহাজ। বয়স আনুমানিক ৫০ বছর। উদ্ধারকারী হেলিকপ্টার থেকে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, উড়োজাহাজটি একটি বনের মধ্যে পড়ে আছে। আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ জানান, উড়োজাহাজটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে গভর্নর ভাসিলি লেখেন, উড়োজাহাজের সন্ধানে অভিযান চলছে। প্রয়োজনীয় সব বাহিনী ও উপকরণ মোতায়েন করা হয়েছে। এদিকে জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলছে, উড়োজাহাজটিতে আরোহীর সংখ্যা কিছুটা কম, প্রায় ৪০ জনের মতো।

রাশিয়ায় এখন সীমিত পরিসরে বাণিজ্যিকভাবে এই ধরনের উড়োজাহাজ ব্যবহৃত হয়ে বলে জানিয়েছে আরটি। বৃহস্পতিবার নিখোঁজ উড়োজাহাজটি পরিচালনা করছিল আঙ্গারা এয়ারলাইন্স, এ সংস্থাটি মূলত রাশিয়ার সুদূর পূর্বাঞ্চল ও পূর্ব সাইবেরিয়াজুড়ে যাত্রীবাহী বিমান চালায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত