ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সব ছাত্রসংগঠনের প্রার্থী চূড়ান্ত

ডাকসু নিয়ে সরগরম ক্যাম্পাস

* ছাত্রদলের ভিপি হিসেবে লড়বেন আবিদুল, জিএস তানভীর * বামপন্থি তিন ছাত্রসংগঠনের আলাদা প্যানেল ঘোষণা * কাদের-বাকেরের নেতৃত্বে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল * ২৮ পদে ৫০৯ মনোনয়নপত্র জমা, জমা পড়েনি ১৪৯
ডাকসু নিয়ে সরগরম ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে সরগরম ক্যাম্পাস। প্রার্থীদের নিয়ে শিক্ষার্থীদের ভেতরে চলতে নানা রকম আলোচনা। এরমধ্যেই গতকাল বুধবার জাতীয়তাবাদী ছাত্রদল ও বামপন্থি তিন ছাত্রসংগঠনের প্যানেল ঘোষণা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে বিভিন্ন দলের সমর্থিত ছাত্রসংগঠনের প্যানেল ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ছাত্রদলের ভিপি পদে লড়বেন আবিদুল ইসলাম খান আর জিএস পদে শেখ তানভীর বারী হামিম এবং এজিএস পদে তানভীর আল হাদী মায়েদ প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে বামপন্থি তিনটি ছাত্রসংগঠন যৌথ প্যানেল ঘোষণা করেছে। ‘অপরাজেয় ৭১ অদম্য ২৪’ নামের এই প্যানেলে মো. নাইম হাসানকে (হৃদয়) সহ-সভাপতি (ভিপি), এনামুল হাসান অনয়কে সাধারণ সম্পাদক (জিএস) ও অদিতি ইসলামকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী করা হয়েছে।

গতকাল সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ১৫ জুলাই ঢাবিতে আহত সানজিদা আহমেদ তন্বীর প্রতি সম্মান ও সমর্থন জানিয়ে ছাত্রদলের প্যানেলে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী দিচ্ছেন না তারা।

ছাত্রদলের অন্যান্য পদে যারা মনোনয়ন পেয়েছেন : মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে আরিফুল ইসলাম; বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে এহসানুল ইসলাম; কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে চেমন ফারিয়া ইসলাম মেঘলা; আন্তর্জাতিক সম্পাদক পদে মো. মেহেদী হাসান; সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে আবু হায়াত মো. জুলফিকার জিসান; ক্রীড়া সম্পাদক পদে চিম চিম্যা চাকমা; ছাত্র পরিবহন সম্পাদক পদে মো. সাইফ উল্লাহ (সাইফ); সমাজসেবা সম্পাদক পদে সৈয়দ ইমাম হাসান অনিক; ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে মো. আরকানুল ইসলাম রূপক; স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক পদে আনোয়ার হোসাইন; মানবাধিকার ও আইন সম্পাদক পদে মো. মেহেদী হাসান মুন্না মনোনয়ন পেয়েছেন। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদ খালি রাখা হয়েছে, সানজিদা আহমেদ তন্বীর সম্মানে।

এছাড়া ছাত্রদলের হয়ে সদস্য পদে নির্বাচন করবেন মো. জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, মো. হাসিবুর রহমান সাকিব, মো. শামীম রানা, ইয়াসিন আরাফাত আলিফ, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান ও নিত্যানন্দ পাল। সংবাদ সম্মেলনে আওয়ামী দোসর শিক্ষার্থী ও শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির।

বামপন্থি তিন ছাত্রসংগঠনের প্যানেলে যারা মনোনয়ন পেয়েছেন : ১৫ সদস্যের এই প্যানেলে চার প্রার্থীকে সমর্থন দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের নাম প্রকাশ করেছেন প্যানেলটির উদ্যোক্তারা। এই দুজনের একজন হলেন ডাকসু নির্বাচনে গবেষণা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদে প্রার্থী সানজিদা আহমেদ তন্বী। তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় আহত হয়েছিলেন। আরেকজন কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে প্রার্থী সুর্মী চাকমা। এই প্যানেলের অন্য প্রার্থীরা হলেন- মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ফাহমিদা আলম, আন্তর্জাতিক সম্পাদক পদে শাকিব মাহমুদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে আবদুল্লাহ ইবনে হাসান (জামিল), ছাত্র পরিবহন সম্পাদক পদে মাসফিকুজ্জামান তাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে মিনহাজুল ইসলাম ফারহান এবং সদস্য পদে তর্পিতা ইসলাম অব্ধি, জুনাইদ হোসেন ও মুহাম্মদ মাহবুবুর রহমান। এ ছাড়া একটি সদস্য পদ ফাঁকা রাখা হয়েছে।

প্যানেল ঘোষণার পর ছাত্র ইউনিয়নের নেতা মাহির শাহরিয়ার রেজা বলেন, ‘আমরা ক্যাম্পাসে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির আস্ফালন দেখছি, কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় এখনো পাইনি। একাত্তরসহ সব গণআন্দোলনের চেতনাকে আমরা ধারণ করি। আমাদের প্যানেলে কিছু পদ ফাঁকা রাখা হয়েছে। আলাপ-আলোচনা করে এগুলো পরে পূরণ করা হবে।’ সংবাদ সম্মেলনে প্যানেলের রাজনৈতিক বক্তব্য পড়ে শোনান ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ, ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রায়হান উদ্দীন, বিসিএলের সভাপতি গৌতম শীল, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।

এর আগে গত মঙ্গলবার ‘প্রতিরোধ পর্ষদ’ নামে পৃথক যৌথ প্যানেল ঘোষণা করেছে বামপন্থি বিভিন্ন ছাত্রসংগঠন। ওই প্যানেলে শেখ তাসনিম আফরোজকে ভিপি, মেঘমল্লার বসুকে জিএস ও জাবির আহমেদ জুবেলকে এজিএস পদে প্রার্থী করা হয়েছে। নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই প্যানেলে ছাত্র ইউনিয়ন (মাহির বাহাউদ্দিন), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ) ও ছাত্রলীগ বিসিএলেরও (বাংলাদেশ জাসদ) থাকার কথা ছিল। কিন্তু পদ নিয়ে সমঝোতা না হওয়ায় তারা আলাদা প্যানেল করেছে।

ডাকসুতে ২৮ পদের বিপরীতে ৫০৯ মনোনয়নপত্র জমা : ধাপে ধাপে ডাকসু নির্বাচন জমে উঠেছে। গত কয়েক দিনে ২৮টি পদের বিপরীতে মোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। এ নির্বাচনের জন্য মোট ৬৫৮টি মনোনয়নপত্র বিক্রি হলেও বুধবার মনোনয়নপত্র জমার শেষ সময় পর্যন্ত ১৪৯টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি। ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন গতকাল বুধবার তার কার্যালয়ে সাংবাদিকদের সামনে মনোনয়ন ফরম জমার তথ্য তুলে ধরেন। তবে কোন পদে কতজন মনোনয়ন জমা দিয়েছেন, সে তথ্য এখনও জানা যায়নি।

অধ্যাপক জসীম উদ্দিন বলেন, নির্বাচনে কোন পদে কতজন প্রতিদ্বন্দ্বী করবেন, তা আজকে জানা যাবে। আমরা প্রথমে মনোনয়নগুলো বাছাই করব। তারপর প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করব।

‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল : ডাকসু নির্বাচনে অংশ নিতে প্যানেল ঘোষণা করেছে জুলাই গণঅভ্যুত্থানের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। তাদের প্যানেলের নাম ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’। এই প্যানেল থেকে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) পদে আবদুল কাদের, সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. আবু বাকের মজুমদার ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে আশরেফা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা তিনজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। গতকাল বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে নিজেদের প্যানেল ঘোষণা করে গণতান্ত্রিক ছাত্র সংসদ। জুলাই অভ্যুত্থানের শহিদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া প্যানেলের প্রার্থীদের নামগুলো পড়ে শোনান।

বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মো. হাসিবুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে আহাদ বিন ইসলাম শোয়েব, কমনরুম পাঠকক্ষ ও ক্যাফেটরিয়া সম্পাদক পদে মিতু আক্তার, আন্তর্জাতিক সম্পাদক পদে মোহাম্মদ সাকিব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে নাহিয়ান ফারুক, ক্রীড়া সম্পাদক পদে আল আমিন সরকার, ছাত্র পরিবহন সম্পাদক পদে মো. ঈসমাইল হোসেন রুদ্র, সমাজসেবা সম্পাদক পদে মহির আলম, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে রেজওয়ান আহম্মেদ রিফাত, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে সাব্বির আহমেদ এবং মানবাধিকার ও আইন সম্পাদক পদে আনিকা তাহসিনা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জুলাই গণঅভ্যুত্থানে আহত সানজিদা আহমেদ তন্বীর প্রতি সমর্থন জানিয়েছে এই প্যানেল। তার প্রতি সমর্থন জানিয়ে ছাত্রদলও এই পদে কোনো প্রার্থী দেয়নি। ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে সদস্য পদে প্রার্থী হয়েছেন মো. মাসউদুজ্জামান, ফেরদৌস আইয়াম, ইসমাঈল, তাপসী রাবেয়া, মো. আরমানুল ইসলাম, আবদুল্লাহ আল মাহমুদ, রিফতি আল জাবেদ, আশরাফ অনিক, রওনক জাহান, মাহফুজা নওয়ার নওরীন, নুরুল ইসলাম নাহিদ, আরিফুর রহমান ও ফেরদৌস আলম। গণতান্ত্রিক ছাত্র সংসদের বেশ কয়েকজন নেতা সংগঠন থেকে পদত্যাগ করে ডাকসুর বিভিন্ন পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার সাংবাদিকদের বলেন, নির্বাচনি কৌশলের জায়গা থেকে তারা এটি করেছেন। আবু বাকের অভিযোগ করেন, জাতীয়তাবাদী ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর হামিম বারী হামিম নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এটিকে প্রশাসনের ‘পক্ষপাত’ আখ্যায়িত করেন তিনি।

প্যানেল ঘোষণার পর সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী আবদুল কাদের, জিএস প্রার্থী বাকের ও এজিএস প্রার্থী আশরেফা খাতুন কথা বলেন। তারা ডাকসুতে নির্বাচিত হলে গণরুমণ্ডগেস্টরুম সংস্কৃতি ফিরিয়ে আনার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি শিক্ষার্থীদের স্বার্থে নিজেদের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিক থাকবেন বলে উল্লেখ করেন। গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসান সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন।

প্রসঙ্গত, ডাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট। পরদিন প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। আর ভোট হবে ৯ সেপ্টেম্বর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত