ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ইনু ও হানিফের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

ইনু ও হানিফের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন করা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল রোববার ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার। ইনুর বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান ট্রাইব্যুনাল। পরে ইনুর কাছে ট্রাইব্যুনাল জানতে চান, তিনি (ইনু) অভিযোগগুলো শুনতে পেয়েছেন কি না। জবাবে ইনু বলেন, তিনি কিছু শুনতে পেয়েছেন, কিছু শুনতে পাননি। অভিযোগ থেকে অব্যাহতির আবেদন সম্পর্কে জানতে চান ইনু। ট্রাইব্যুনাল বলেন, তার (ইনু) আবেদন গ্রহণ করেননি।

এরপর ইনু বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন গায়েবি মামলা হচ্ছে। আইন উপদেষ্টাও বলেছেন গায়েবি মামলা হচ্ছে। তাদের এমন কথা শুনে তিনি (ইনু) খুশি হয়েছিলেন।

তার বিরুদ্ধে সিএমএম কোর্টে গায়েবি মামলা হয়েছে। সেটার ঝাপটা এসেছে ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালেও তার বিরুদ্ধে গায়েবি মামলা হয়েছে। তিনি রাজনৈতিক আক্রোশের শিকার। তিনি সম্পূর্ণভাবে নির্দোষ। ট্রাইব্যুনালে তিনি ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন।

৩০ নভেম্বর এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের তারিখ ধার্য করা হয়েছে।

এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল রোববার এ অভিযোগ গঠন করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

হানিফ ছাড়াও এ মামলায় কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে।

এ মামলার সব আসামি পলাতক। ফলে কোন আসামির বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, তা ট্রাইব্যুনালে বিস্তারিত পড়া হয়নি। ট্রাইব্যুনাল বলেন, যেহেতু আসামিরা উপস্থিত নেই, ফলে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো পঠিত বলে গণ্য হবে। এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে ২৫ নভেম্বর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত