ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বাকযুদ্ধ, বিরোধ আরও গভীর

‘রাষ্ট্রপতিকে দিয়ে সই করিয়ে জুলাই সনদকে অপবিত্র করা হয়েছে’

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশকে ঘিরে বিএনপি এবং জামায়াতে ইসলামীসহ ইসলামপন্থি আট দলের মধ্যে স্পষ্ট মতপার্থক্য দেখা দিয়েছে। সনদের বেশকিছু অংশ নিয়ে দুই পক্ষের বিরোধপূর্ণ অবস্থান আরও স্পষ্ট হয়েছে। ইসলামপন্থি আট দলের নেতারা অভিযোগ করেছেন, সরকারের তিনজন উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন এবং ভুল তথ্য দিয়ে সরকারকে বিভ্রান্ত করছেন। অন্যদিকে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না। এজন্য আগে অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। এনসিপি বলেছে, রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে জুলাই সনদকে অপবিত্র করা হয়েছে।
‘রাষ্ট্রপতিকে দিয়ে সই করিয়ে জুলাই সনদকে অপবিত্র করা হয়েছে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার পথ করে দিচ্ছে সরকার। এটি দেশের জন্য দুর্ভাগ্য। রাষ্ট্রপতিকে দিয়ে সই করিয়ে জুলাই সনদ অপবিত্র করা হয়েছে। সনদের আইনি ভিত্তি হয়েছে, তবে নৈতিক ভিত্তি পায়নি। কারণ এতে বিএনপি ও জামায়াতের মতামত প্রাধান্য পেয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন। পাটওয়ারী বলেন, সরকার দরদ দেখিয়েছে, কিন্তু কোনও দায় নেয়নি। সনদ বাস্তবায়ন আদেশে তরকারির বাটি থেকে ১ চামচণ্ড১ চামচ করে ভাগ করে দিয়েছে, কিন্তু জনগণকে কিছু দেয়নি। এই সনদের মাধ্যমে সরকার সব রাজনৈতিক দলকে খুশি করেছে। তবে পাশ কাটিয়েছে জনগণকে।

বিএনপি ও জামায়াতের উদ্দেশে তিনি বলেন, সংস্কার প্রক্রিয়াকে ভোটব্যাংক তৈরির হাতিয়ার বানাবেন না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের সিদ্ধান্তের অনেককিছু অস্পষ্ট থাকলেও সনদ বাস্তবায়নের আদেশকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি। সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত