
বাংলাদেশে নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফেরাতে প্রচার-প্রচারণার দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েক। কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে বৈঠকে বসেন। বৈঠক প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েক প্রধান নির্বাচন কমিশনার স্যারের সঙ্গে দেখা করেছেন।
উনি আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন যে আমাদের প্রস্তুতি এবং আমাদের অগ্রগতি, আমাদের প্রাসঙ্গিক বিষয়গুলো। সেগুলো সম্পর্কে ওনাদের ধারণা দেওয়া হয়েছে। আমাদের নির্বাচন সামগ্রী, মেটোরিয়াল রিকোয়ার ফর ভোটিং প্রিয়রড, আমাদের ওভারসিজ ভোটার যারা আছেন আউট অফ কান্ট্রি ভোটিং...সেটা প্রসেসটা চলছে। আমরা আশাবাদী বলেছি, আমাদের প্রত্যাশিত বিষয়টা সম্পন্ন হবে বলে উনারা আশাবাদ করেছেন।
ইসি সচিব বলেন, আইসিপিভির আওতায় দেশের ভেতরে অভ্যন্তরীণ ব্যবস্থায় যারা নিয়োজিত থাকেন তাদের ভোটের সুবিধায় আওতায় আনা হয়েছে। এটা শুনেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন। রেফারেন্ডামের (গণভোট) কথা বলেছেন যে রেফারেন্ডামটা একদিনে হবে—এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব। আমাদের প্রস্তুতি সম্পর্কে উনারা বলেছেন যে, এটা আপনাদের একটা চ্যালেঞ্জ। কিন্তু আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে এগোচ্ছি তাতে তারা আশাবাদী।
তিনি বলেন, “মিসইনফরমেশন-ডিসইনফরমেশন ফেক নিউজ নিয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করে এ সমস্ত ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কমনওয়েলথ মহাসচিব। আমরা বলেছি, আমাদের প্রস্তুতি আছে এবং আমরা প্রতিনিয়ত গণমাধ্যমের মাধ্যমে তথ্য সবাইকে জানাচ্ছি। পর্যাক্রমে আমরা এটাকে স্কেল আপ করব- সেটাও জানিয়েছি।
ইসি সচিব বলেন, কমনওয়েলথ মহাসচিব বলেছেন ট্রাস্ট ইন ইলেকশন সিস্টেম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট (নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা খুবই গুরুত্বপূর্ণ) এটার জন্য প্রচার প্রচারণাটা খুব জরুরি। আমরাও বলেছি যে হ্যাঁ, আমাদের দিক থেকে প্রচার প্রচারণা আছে এবং রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন বলে আমরা বিশ্বাস করি। তিনি বলেন, অবজারভার যারা বিদেশ থেকে আসবেন-তাদের ক্ষেত্রেও আমরা বলেছি যে আমরা স্বাগত জানাচ্ছি।
আমরা আশা করি, এবারের যে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি ইলেকশন যেটা হচ্ছে সেটা সম্পর্কে আমরা একটা ভালো রেজাল্ট পাব। কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল স্পেসিফিক করে আমাদের বলেছেন যে উনার সদস্য সংখ্যা হচ্ছে ৫৬টা দেশ। আমরা যদি কোনও সহযোগিতা চাই সেটা উনারা করার জন্য প্রস্তুত আছেন। ইউকে আমাদের সহযোগিতা করছে শুনে উনি খুশি হয়েছেন। ইসি সচিব বলেন, আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সম্পর্কেও জানতে চেয়েছিলেন। আমরা বলেছি যে আমরা সারাদেশকে তিনটা ভাগে রেড, ইয়েলো এবং গ্রিন এই জোনে আমরা ভাগ করছি এবং সে ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলোকে সামাল দেব। ইসি কী ধরনের সহযোগিতা করতে চাইবে এবং কমনওয়েলথ কখন-কতজন পর্যবেক্ষক পাঠাবেন জানতে চাইলে সচিব বলেন, আমরা যেকোনো সহযোগিতা চাইলে তাদের সক্ষমতার ভেতরে তারা আমাদের করবেন। এখন এটা চাওয়ার দায়িত্বটা আমাদের।
৮০টি পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ডেকেছে ইসি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি ৮০টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুই পর্বে এই সংলাপ অনুষ্ঠিত হবে। গতকাল রোববার ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ৮০টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপ মঙ্গলবার। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম পর্বে ৪০টি এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আরও ৪০টি সংস্থার সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হবে। গত ১৪ সেপ্টেম্বর ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয় ইসি এবং পুনরায় নতুন ১৬টি সংস্থাকে নিবন্ধন দিতে দাবি-আপত্তি আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করে সংস্থাটি।
এর মধ্য থেকে ১৫টিকে নিবন্ধন দেওয়া হবে। চূড়ান্ত ৬৬টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ১৪টি যুক্ত করে ৮০টির সঙ্গে সংলাপে বসছে ইসি এবং শুনানি শেষে আরও একটি সংস্থা এ সংলাপে যুক্ত হতে পারে।
চার দিনে ১৫ হাজার প্রবাসীর নিবন্ধন, প্রথম পর্বের সময় শেষ : ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোটিংয়ের প্রথম পর্বের নিবন্ধনের সময়সীমা গতকাল রোববার শেষ হচ্ছে। গত চার দিনে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের ৫২টি দেশের ১৫ হাজারেরও বেশি ভোটার নিবন্ধন করেছেন। গতকাল রোববার বিকেল ৩টায় নির্বাচন কমিশনের নিবন্ধন রিপোর্ট https://portal.ocv.gov.bd/report অ্যাপে এ তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন করে নিবন্ধনের সময় বেঁধে দিয়েছে। এর প্রথম ধাপে ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পান পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের প্রবাসী বাংলাদেশিরা। ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের ‘টিম লিডার’ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালিম আহমাদ খান জানান, প্রবাসীরা বাকি অঞ্চলগুলোর জন্য ধাপে ধাপে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত সুযোগ পাবেন। অ্যাপ চালুর পর ১৯ নভেম্বর থেকে গতকাল রোববার বিকেল ৩টা পর্যন্ত বিশ্বের ৩৪টি দেশে মোট ১৫ হাজার ৭৫ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে পুরুষ ১৩ হাজার ৮২১ জন এবং মহিলা ১ হাজার ২৫৪ জন। নিবন্ধিতদের মধ্যে দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ ৬ হাজার ৬৭৯ জন, জাপানে ৩ হাজার ৭৩৮ জন, দক্ষিণ আফ্রিকায় ১ হাজার ৮০৮ জন ও চীনে ১ হাজার ১৫৫ জন রয়েছে। গতকাল রাত ১২টার পর নিবন্ধনের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে। উল্লেখ্য, দেশের ভেতরের তিন ধরনের ব্যক্তি ও নিবন্ধনে বাদ পড়া প্রবাসীদের জন্য আগামী ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে বিশেষ নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে নিবন্ধিতরাই এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।