প্রিন্ট সংস্করণ
০০:০০, ১০ ডিসেম্বর, ২০২৫
বাংলাদেশে মারা গেছেন তারা বানু (৭৫)। মেয়ে থাকেন সীমান্তের ওপারে ভারতের মালদা জেলায়। শেষবারের মতো মায়ের মুখ দেখতে আসতে চান মেয়ে। কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় দুই দেশের সীমান্ত, যা পাসপোর্ট-ভিসা ছাড়া পাড়ি দেওয়া অসম্ভব। তবে শেষ পর্যন্ত গতকাল মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশের মানবিক উদ্যোগে কিরণগঞ্জ বিওপির জমিনপুর সীমান্তের শূন্যরেখায় শেষবারের মতো তারা বানুকে দেখার সুযোগ পান ভারতে বসবাসকারী মেয়ে ও স্বজনরা * সংগৃহীত