পাকিস্তানের জন্য ৩.৪ বিলিয়ন ডলারের ঋণ নবায়ন করেছে চীন, যা সম্প্রতি পাওয়া অন্যান্য বাণিজ্যিক ও বহুপাক্ষিক ঋণের সঙ্গে মিলিয়ে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৪ বিলিয়ন ডলারে উন্নীত করবে বলে গতকাল রোববার পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।
সূত্রটি জানায়, বেইজিং পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে থাকা ২.১ বিলিয়ন ডলারের ঋণ নবায়ন করেছে, যা গত তিন বছর ধরে সেই রিজার্ভে জমা ছিল। একইসঙ্গে, দুই মাস আগে ইসলামাবাদ যে ১.৩ বিলিয়ন ডলারের বাণিজ্যিক ঋণ পরিশোধ করেছিল, সেটিও পুনরায় অর্থায়ন করা হয়েছে। এছাড়া, মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আরেকটি ১ বিলিয়ন ডলার এবং বহুপাক্ষিক অর্থায়ন থেকে ৫০ কোটি ডলারও পাকিস্তান পেয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, ‘এতে আমাদের রিজার্ভ আইএমএফের লক্ষ্যমাত্রার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়েছে।’ এই ঋণগুলো, বিশেষ করে চীনা ঋণ, পাকিস্তানের কম রিজার্ভ শক্তিশালী করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) শর্ত দিয়েছিল যে চলতি অর্থবছর শেষের সময় অর্থাৎ ৩০ জুন পর্যন্ত পাকিস্তানের রিজার্ভ ১৪ বিলিয়ন ডলারের ওপরে থাকতে হবে। পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, ৭ বিলিয়ন ডলারের আইএমএফ বেইলআউটের অধীনে চলমান সংস্কারের মাধ্যমে দেশের অর্থনীতি স্থিতিশীল হয়েছে।