ঢাকা বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

৭ দাবি পূরণ হলে নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াত

৭ দাবি পূরণ হলে নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াত

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদসহ ৭ দফা দাবি পূরণ হলে যে কোনো সময় জামায়াতে ইসলামী নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান। সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশের নিরাপত্তা নিশ্চিত ও সার্বিক সহযোগিতার বিষয়ে ডিএমপি কমিশনারের সাথে বৈঠক করে জামায়াতের প্রতিনিধি দল।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, আমাদের এই মহাসমাবেশে কয়েক লাখ লোক হবে। ঢাকা, ঢাকার আশপাশের এলাকাসহ সারাদেশ থেকে আমাদের লোকজন আসবে। ৫ আগস্টের পর থেকে আমরা বড় কোনো মহাসমাবেশ করিনি। তাই আমাদের নেতাকর্মীদের আশা অনেক বেশি।

তিনি আরও বলেন, আমাদের বিপুল সংখ্যক ছোট-বড় গাড়ি আসবে। বিভিন্ন স্পটে গাড়ি আসবে। অনেকে বাসে, ট্রেনে লঞ্চে কিংবা নিজস্ব বাহনে আসবেন। এসব বিষয় নিরাপত্তা যাতে নিশ্চিত হয়। এর পাশাপাশি নিরাপত্তাজনিত বিষয়গুলো পুলিশ নিশ্চিত করবেন বলে তারা আশ্বস্ত করেছেন।

জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, আমরা আমাদের কার্যক্রম কি হবে তা কর্মকর্তাদের অবহিত করেছি। সামনেও আমাদের যোগাযোগ থাকবে। ডিএমপি থেকেও কিছু পরিকল্পনা দিয়েছে, আমাদেরও কিছু পরিকল্পনা আছে। দুটো মিলিয়েই একটি সুন্দর মহাসমাবেশ যাতে সুন্দরভাবে আয়োজন করা যায় আমরা সেই পরিকল্পনা নিয়েছি।

ফ্যাসিবাদবিরোধী দলগুলো জামায়াতের আসন্ন এই মহাসমাবেশে আমন্ত্রিত হবেন জানিয়ে তিনি বলেন, এখনো মৌখিক দাওয়াত গেলেও কার্ডের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানানো হবে।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

৭ দাবি, নির্বাচন, প্রস্তুত, জামায়াত, এহসানুল মাহবুব জুবায়ের
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত