ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গাজা সিটি খালি করার নির্দেশ

গাজা সিটি খালি করার নির্দেশ

গাজা সিটিতে হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। বিস্ফোরকবাহী রোবট দিয়ে গত ২৪ ঘণ্টায় অন্তত ৫০টি ভবন সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার সম্পূর্ণ গাজা সিটি খালি করার নির্দেশ দেয়া হলো। গতকাল মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচায় আদরাই বলেন, ‘গাজা সিটি এবং এর আশপাশের সব বাসিন্দাদের বলছি, আইডিএফ হামাসকে পরাজিত করতে দৃঢ?প্রতিজ্ঞ এবং গাজা সিটি এলাকায় দুর্দান্ত শক্তি নিয়ে অভিযান চালাবে, ঠিক যেমনটি তারা সমগ্র উপত্যকাজুড়ে করেছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘আপনাদের নিরাপত্তার জন্য অবিলম্বে আল-মাওয়াসির মানবিক অঞ্চলের দিকে সরে যান।’ এর আগে উত্তর গাজার বাসিন্দাদের পশ্চিম দিকে উপকূলে ভ্রমণের নির্দেশ দিয়ে বিমান থেকে একটি মানচিত্র সম্বলিত অসংখ্য লিফলেট ফেলা হয়। একই কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা গত দুই দিনে গাজায় ৫০টি টাওয়ার বোমা মেরে ধ্বংস করেছি। এটা কেবল শুরু মাত্র। আমি গাজার বাসিন্দাদের বলছি: তোমাদের সতর্ক করা হয়েছে, এখনই সেখান থেকে বের হয়ে যাও।’ রয়টার্স জানিয়েছে, গাজা সিটিকে হামাসের শেষ ঘাঁটি হিসেবে চিহ্নিত করেছে ইসরায়েল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটিতে শেষ আঘাত হানতে একটি পরিকল্পনা প্রণয়ন করেছে নেতানিয়াহু সরকার। এই পরিস্থিতিতে প্রায় ১০ লাখ বাসিন্দার গাজা সিটির ফিলিস্তিনিরা কয়েক সপ্তাহ ধরে একটি আক্রমণ চলতে পারে বলে আশঙ্কা করছে। ইসরায়েলি কর্তৃপক্ষের এসব হুমকিতে গাজা সিটির বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। কিছু বাসিন্দা জানিয়েছেন, দক্ষিণে চলে যাওয়া ছাড়া তাদের আর কোনো গতি নেই। আর অধিকাংশ বাসিন্দা বলছেন, যেহেতু অন্য কোনো জায়গাও নিরাপদ না তাই তারা গাজা সিটিতেই থাকবেন, কোথাও যাবেন না। ২০২৩ এর অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজাবাসীদের এরইমধ্যে কয়েকবার বাস্তুচ্যুত হতে হয়েছে। নাজুক মানবিক সংকটের মধ্যে ইসরাইলি বাহিনীর আদেশ মেনে তাদের বারবার কখনও ছিটমলটির উত্তরে, কখনও দক্ষিণে সরে যেতে হয়েছে। ওই মানবিক সংকট এখন প্রায় দুর্ভিক্ষের রূপ নিয়েছে। নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীগুলো একটি স্থল অভিযান চালাতে গাজা সিটিতে সংগঠিত হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, হামাস তাদের হাতে বন্দি শেষ জিম্মিদের মুক্তি দিয়ে আত্মসমর্পণ না করলে ইসরায়েলি সামরিক বাহিনী ‘প্রবল ঘূর্ণিঝড়ের’ মতো করে অভিযান চালাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত