
আসামে আবারও খুলে গেল পুরোনো ক্ষত। বিজেপির রাজ্য কমিটি সামাজিক মাধ্যমে এক এআই-তৈরি ভিডিও ছড়িয়ে দিল, যেখানে ‘বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের’ হুমকি চিত্রিত করা হয়েছে। সঙ্গে সঙ্গেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালো বিরোধী দল কংগ্রেস। গোহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করে কংগ্রেস নেতারা বলছেন এভাবে প্রযুক্তি ব্যবহার করে জনমত উত্তেজিত করা একেবারেই বেআইনি। বিরোধীদলীয় নেতা দেবব্রত শইকিয়া সরাসরি অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিকবার অভিবাসন রোধের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি ভেস্তে গেছে। ২০১৪ সালে নির্বাচনের পরই ব্যবস্থা নেওয়ার কথা ছিল, আজও অবাধে প্রবেশ ঘটছে। শইকিয়া প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন তাহলে সীমান্ত রক্ষায় দায়িত্বে থাকা বাহিনী কী করছে? বর্ডার সিকিউরিটি ফোর্স কিংবা সীমান্ত পুলিশ ব্যর্থ হলে তার দায় কার? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘অসফল মন্ত্রী’ ঘোষিত করা উচিত কি না, তা নিয়েও প্রশ্ন তুললেন তিনি। শইকিয়ার বক্তব্যে স্পষ্ট—ধর্মের বিভাজন নয়, বিদেশি মানেই বিদেশি। আসাম চুক্তি ১৯৭১ সালের ২৪ মার্চকে সীমা ধরে দিয়েছিল।