ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিক্ষোভে টালমাটাল ফ্রান্সে অচলাবস্থা

ব্যাপক ধরপাকড়
বিক্ষোভে টালমাটাল ফ্রান্সে অচলাবস্থা

অর্থনৈতিক কড়াকড়ি ও বাজেট ছাঁটাইয়ের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। স্থানীয় সময় গত বৃহস্পতিবার দেশটির বিভিন্ন শহরে লাখো মানুষ বিক্ষোভে অংশ নেন। প্যারিস, লিয়ঁসহ বড় বড় নগরীতে জনসেবায় বরাদ্দ বাড়ানো এবং সরকারের কঠোর অর্থনৈতিক সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজপথে নেমে আসেন শিক্ষক, রেলকর্মী, হাসপাতাল কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ। ফরাসি সরকারের ব্যয় সংকোচনের (অস্টেরিটি) নীতির বিরুদ্ধে আয়োজিত এই বিক্ষোভ ছিল এক দিনের ধর্মঘটের অংশ। এতে অংশ নেয় হাজার হাজার শিক্ষার্থীও। অনেক জায়গায় তারা স্কুলের প্রবেশপথ অবরোধ করে রাখে। বিক্ষোভকারীরা সরাসরি দাবি তোলেন ধনীদের ওপর কর বাড়াতে হবে, জনসেবায় বাজেট বাড়াতে হবে, অবসরের বয়স বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে, এবং পূর্ববর্তী সরকারের কৃচ্ছ্রতা নীতি বাতিল করতে হবে। বিক্ষোভ শুরুর আগে থেকেই রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। দেশজুড়ে মোতায়েন করা হয় প্রায় ৮০ হাজার পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় ড্রোন ও সাঁজোয়া যানও। প্যারিসে মূল মিছিল শুরু হওয়ার আগে কালো পোশাকধারী কিছু যুবক পুলিশের দিকে বস্তু নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জবাবে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। তবে এ সময়েও বিক্ষোভকারীরা মিছিল অব্যাহত রাখে।

লিয়ঁ শহরেও সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। কিছু শহরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিক্ষোভে সহিংসতা ও বিশৃঙ্খলার অভিযোগে দেশজুড়ে অন্তত ১৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভ থেকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও সদ্য নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। ইউনিয়ন নেতারা বলেন, জনগণের কণ্ঠস্বর সরকারের উপেক্ষা করা উচিত নয়। বাজেট কাটছাঁটের মতো সিদ্ধান্ত বাতিল না হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের মুখে পড়বে প্রশাসন।

এই আন্দোলন কেবল অর্থনৈতিক দাবিতে সীমাবদ্ধ নয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত