ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ইতালির পর্যটন মেলায় নিষিদ্ধ হলো ইসরায়েল

ইতালির পর্যটন মেলায় নিষিদ্ধ হলো ইসরায়েল

ইতালির সংবাদমাধ্যমের বরাত দিয়ে গতকাল রোববার টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ইতালির রিমিনি শহরের মেয়র গত বৃহস্পতিবার টিটিজি ট্রাভেল এক্সপেরিয়েন্স মেলার আয়োজকদের ইসরায়েলের অংশগ্রহণ বাতিল করার আহ্বান জানান। এরপর এই পদক্ষেপ নেওয়া হয়। মেয়র জামিল সাদেঘোলভাদ এবং এমিলিয়া-রোমানিয়া অঞ্চলের প্রধান মিশেল দে পাসকাল যৌথ এক বিবৃতিতে বলেন, পর্যটন মেলায় ইসরায়েলের উপস্থিতি হবে ‘অসমতা’। বিবৃতিতে মেলার আয়োজক ইতালিয়ান এক্সিবিশন গ্রুপকে (আইইজি) ইসরায়েলের উপস্থিতি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। বিবৃতিতে তারা আরও বলেন, ‘আমরা সত্যিই মনে করি না যে যুদ্ধ, সন্ত্রাস ও মৃত্যুর স্থানগুলোকে আজকের দিনে ছুটির গন্তব্য হিসেবে প্রস্তাব করা নৈতিক ও নীতিগতভাবে গ্রহণযোগ্য।’ ইসরায়েলের বিমান বাহিনীর অবিরাম গোলাবর্ষণ আর বোমা বিস্ফোরণে ভূমিকম্পের মতোই কাঁপছে গাজা। উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বিভিষীকাময় হামলায় গত শনিবার একদিনেই নিহত হয়েছেন অন্তত ৯১ ফিলিস্তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত