ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

প্রতি পোস্টে সাত হাজার ডলার ব্যয় করছে ইসরায়েল

প্রভাবশালীদের দিয়ে প্রচারণা
প্রতি পোস্টে সাত হাজার ডলার ব্যয় করছে ইসরায়েল

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন, আন্তর্জাতিক পরিসরে ইসরায়েলের ভাবমূর্তি গড়ে তুলতে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালীরা (ইনফ্লুয়েন্সার) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রেসপনসিবল স্টেটক্রাফট। এদিকে নতুন নথি প্রকাশ্যে আসায় জানা গেছে, ইসরায়েলপন্থি কনটেন্ট প্রকাশে এসব প্রভাবশালীকে প্রতি পোস্টের জন্য গড়ে ৭ হাজার ডলার পর্যন্ত প্রদান করা হচ্ছে। গতকাল শুক্রবার এক বৈঠকে নেতানিয়াহু বলেন, ‘আমাদের লড়াই চালাতে হবে। আমরা কীভাবে প্রতিরোধ করব? আমাদের প্রভাবশালীরা তারা খুবই গুরুত্বপূর্ণ।’ যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট (এফএআরএ) এ- দাখিল করা নথি অনুযায়ী, টিকটক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে ইসরায়েলপন্থি কনটেন্ট দেওয়ার জন্য নিয়োগপ্রাপ্ত প্রভাবশালীদের প্রতি পোস্টে ৬ হাজার ১৪৩ থেকে ৭ হাজার ৩৭২ ডলার পর্যন্ত পরিশোধ করা হচ্ছে। চুক্তিপত্রে দেখা যায়, ব্রিজ পার্টনার্স নামের একটি প্রতিষ্ঠান ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হয়ে কাজ করছে এবং তারা হাভাস মিডিয়া গ্রুপ জার্মানিকে ‘ইনফ্লুয়েন্সার ক্যাম্পেইন’ বাবদ জুন থেকে নভেম্বর পর্যন্ত প্রায় ৯ লাখ ডলারের বিল দিয়েছে। আইনি ও ব্যাংকিং খরচসহ বিভিন্ন খরচ বাদ দেওয়ার পর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইনফ্লুয়েন্সারদের জন্য বরাদ্দ থাকে প্রায় ৫ লাখ ৫২ হাজার ৯৪৬ ডলার। পরিকল্পনা অনুযায়ী ৭৫ থেকে ৯০টি পোস্ট তৈরি হলে, প্রতি পোস্টে গড়ে প্রায় ৭ হাজার ডলার হিসেবে পরিশোধ করা হচ্ছে।

‘এস্থার প্রজেক্ট’ নামে উদ্যোগ : অভিযানের নাম দেওয়া হয়েছে ‘এস্থার প্রজেক্ট’। তবে এটি মার্কিন হারিটেজ ফাউন্ডেশনের ‘প্রজেক্ট এস্থার’-এর সঙ্গে যুক্ত কি না তা এখনও পরিষ্কার নয়। ব্রিজ পার্টনার্সের মালিক ইয়ায়ির লেভি ও উরি স্টেইনবার্গ, যাদের সঙ্গে যুক্ত আছেন সাবেক ইসরায়েলি সেনা মুখপাত্র ইউনিটের মেজর নাদাভ শ্র্টাউকলার। আইনি সহায়তা দিচ্ছে পিলসবুরি উইনথ্রপ শ’ পিটম্যান নামের প্রতিষ্ঠান, যারা একসময় কুখ্যাত এনএসও গ্রুপকে প্রতিনিধিত্ব করেছিল।

কারা এই প্রভাবশালী?

প্রকল্পে জড়িত প্রভাবশালীদের নামণ্ডপরিচয় এখনও প্রকাশ করা হয়নি। হাভাস মিডিয়া গ্রুপ বা ব্রিজ পার্টনার্স কেউই এ বিষয়ে মন্তব্য করেনি। তবে স্পষ্ট হলো, যুক্তরাষ্ট্রের মিডিয়া পরিসরে ইসরায়েলি বর্ণনা প্রতিষ্ঠা করতে এবং জনমত প্রভাবিত করতে পেইড সোশ্যাল মিডিয়া প্রচারণাকেই কৌশল হিসেবে বেছে নেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত