
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন, শিগগিরই আব্রাহাম চুক্তির সম্প্রসারণ ঘটবে এবং এতে সৌদি আরবও যুক্ত হবে। এই চুক্তির মাধ্যমে ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়েছিল। গত শুক্রবার ফক্স বিজনেস নেটওয়ার্কে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি আশা করি সৌদি আরব এই চুক্তিতে যুক্ত হবে, এবং আরও অনেক দেশও এতে যোগ দেবে। আমার বিশ্বাস, যখন সৌদি আরব যোগ দেবে, তখন সবাই যোগ দেবে। তিনি আরও জানান, সম্প্রতি বুধবার পর্যন্ত তিনি কয়েকটি দেশের সঙ্গে খুবই ইতিবাচক আলোচনা করেছেন, যেখানে চুক্তিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে অনেকে। ট্রাম্প বলেন, আমার মনে হয়, তারা খুব শিগগিরই সবাই এতে যুক্ত হবে।
২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাহরাইন আব্রাহাম চুক্তি স্বাক্ষর করে, যা এক চতুর্থাংশ শতাব্দী পর প্রথম কোনো আরব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ ছিল। পরবর্তীতে মরক্কো ও সুদানও এতে যোগ দেয়। সম্প্রতি মিসরে মুসলিম ও ইউরোপীয় নেতাদের সঙ্গে গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে বৈঠক করেন ট্রাম্প। তিনি দাবি করেন, গাজা যুদ্ধের অবসান ঘটানো তার প্রস্তাবই হতে পারে মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর শান্তিচুক্তির সূচনা। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আরও দেশ আব্রাহাম চুক্তিতে যোগ দেবে এবং এমনকি ইরান ও ইসরায়েলের মধ্যেও শান্তিচুক্তি সম্ভব বলে তিনি বিশ্বাস করেন। ইসরায়েলি সংসদে তিনি বলেন, আমি মনে করি ইরানও এখন চায়। ভাবুন তো, কত ভালো হতো!