একুশে গ্রন্থমেলায় উন্মোচিত হলো- শিক্ষণীয় কিশোর কবিতার বই ‘গোমতী নদীর তীরে’র মোড়ক। বইটি লিখেছেন কাজী বেলাল রাজী। ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) বইমেলায় বইটির মোড়ক উন্মোচন করেন কোরআন গবেষক ও শিক্ষক মুহাম্মাদ আতীক উল্লাহ, লেখক ও গবেষক মুফতি নুরুযযামান নাহিদ, ছড়াকার ও সম্পাদক মাওলানা মাসউদুল কাদির, মাকতাবাতুল আযহারের স্বত্বাধিকারী মাওলানা ওবায়দুল্লাহ। উপস্থিত অতিথিরা বইটির ভূয়সী প্রশংসা করেন। সর্বমহলে সত্যান্বেষী পাঠকের খোরাক জোগাবে বলে মন্তব্য করেন।