এখন থেকে ঋণগ্রহীতাদের মাসিক তথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে সিস্টেমে আপলোড করতে হবে। সেই সঙ্গে সিআইবিতে ঋণ বিতরণের তথ্য সঠিক ও সন্তোষজ্বনকভাবে না দিলে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক। এক্ষেত্রে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত জ্বরিমানা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারে বলা হয়, ‘ব্যাংকিং খাতের ঋণ শৃঙ্খলা সুসংহত করার লক্ষ্যে সিআইবিতে সঠিক তথ্য দেয়া একান্ত আবশ্যক। এজ্বন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণগ্রহীতাদের ঋণের মাসিক ভিত্তিক তথ্য সিআইবিতে পাঠানোর নির্দেশনা রয়েছে। এখন থেকে প্রতিটি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিকে তাদের ঋণগ্রহীতাদের সব ঋণতথ্য মাসিক ভিত্তিতে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে সিস্টেমে আপলোড করতে হবে।
এতদিন এটি পরবর্তী মাসের ২০ তারিখের মধ্যে আপলোডের নির্দেশনা ছিল। এতে আরও বলা হয়, ঋণ তথ্যাবলী সিস্টেমে আপলোড করার ৭ কর্মদিবসের মধ্যে সিস্টেমে সংশোধন করতে হবে।