ঢাকা বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

মন্ত্রিপরিষদ বিভাগের নামে ছড়ানো পত্রটি ভুয়া

মন্ত্রিপরিষদ বিভাগের নামে ছড়ানো পত্রটি ভুয়া

নতুন কয়েকজনকে উপদেষ্টা পদে শপথ নেয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পত্র জারি হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। এ নিয়ে ছড়ানো পত্রটি ভুয়া বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে প্রেস উইং জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে নতুন করে শপথ গ্রহণের জন্য কোনো ব্যক্তিকে অনুমোদন দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কোনো পত্র জারি হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অনুমোদনপত্রের ছবিটি ভুয়া। এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে প্রেস উইং।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত